চোখ জানাবে কোথায় যাচ্ছে
মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে রোবটে যুক্ত করা হয়েছে এনিমেটেড এলইডি চোখ। এই চোখ দেখেই বোঝা যাবে রোবটটি কোন দিকে যাবে। ডিজিট নামের রোবটটি শিল্প খাতে ভার বহনের জন্য তৈরি করা হয় ২০২০ সালে। পাঁচ ফুট ৯ ইঞ্চি উচ্চতার রোবটটি তৈরি করেছে অ্যাজিলিটি রোবটিকস। শিকাগোতে চলমান প্রোম্যাট ইভেন্টে রোবটটি প্রদর্শন করেছে তারা।
সূত্র : দ্য ভার্জ