মাথার ওপর দিয়ে ট্রেনটি ছুটে যেতে দেখলে মনে হবে যেন কালো রঙের বিশাল পোকা চলে যাচ্ছে। আদতে এটা উহানের হাইটেক পার্কে পরীক্ষামূলকভাবে চালু হওয়া চালকবিহীন গুয়াংগু স্কাই ট্রেন। একবারে ২০০ যাত্রী বহন করবে এটি। ৬০ কিলোমিটার গতিতে চলবে ট্রেনটি।
৩০ কিলোমিটার পথে ১৬টি স্টপেজে থামবে। বছরের শেষ দিকে পুরোপুরিভাবে ট্রেনটি চালু হবে।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট