মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজ দেশেই সূক্ষ্মাতিসূক্ষ্ম চিপ তৈরির সক্ষমতা রয়েছে চীনের, শিল্পসংশ্লিষ্টরা দিয়েছেন এমন বিশ্লেষণ।
“চলমান সংকট মোকাবেলায় চীনের সংকল্প এবং সক্ষমতাকে খাটো করে দেখার সুযোগ নেই। কিছু সেকেলে প্রযুক্তি ব্যবহার করেই চীন খুবই গুরুত্বপূর্ণ কিছু সেমিকন্ডাক্টর পণ্য বানাতে সক্ষম।” সিএনবিসিকে বলেছেন গবেষণা প্রতিষ্ঠান ফিউচারাম গ্রুপের মুখ্য বিশ্লেষক ড্যানিয়েল নিউম্যান।
বিস্তারিত পড়ুনঃ চীনের চিপ তৈরির সক্ষমতাকে খাটো করে দেখার ‘সুযোগ নেই’