যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘর্ষ হলে চীনা হ্যাকাররা দেশটির ‘পাইপলাইন ও রেলপথের’ মতো গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোয় আক্রমণ চালাবে, তা মোটামুটি নিশ্চিত – এমনই সতর্কবার্তা দিলেন মার্কিন এক জ্যেষ্ঠ সাইবার নিরাপত্তা কর্মকর্তা।
সোমবার ওয়াশিংটনভিত্তিক অলাভজনক সংস্থা ‘অ্যাসপেন ইনস্টিটিউট’-এর এক আয়োজনে মন্তব্য করতে গিয়ে মার্কিন সংস্থা ‘সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি (এসইসি)’র পরিচালক জেন ইস্টারলি বলেন, মার্কিন অবকাঠামোতে নাশকতা ঘটাতে ‘বড় বিনিয়োগ’ করেছে বেইজিং।
বিস্তারিত পড়ুনঃ চীনা সাইবার হামলার জন্য ‘প্রস্তুত থাকা উচিৎ’ যুক্তরাষ্ট্রের