আন্তর্জাতিক বাজারে চিপের চাহিদা কমেছে। বিশ্বব্যাপী আর্থিক মন্দার প্রভাবে কম্পিউটার নির্মাতাসহ প্রযুক্তিসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চিপ ক্রয়ের প্রবণতাও নিম্নমুখী। এ পরিস্থিতির মধ্যেই প্রথম প্রান্তিকের লেনদেন সম্পন্ন করেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। সংশ্লিষ্টরা বলছে, স্যামসাংয়ের প্রথম প্রান্তিকের মুনাফা প্রান্তিকওয়ারি ৯২ শতাংশ কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৪ বছরের প্রান্তিকভিত্তিক মুনাফা অর্জনের তুলনায় যা সবচেয়ে কম। খবর রয়টার্স।
বিস্তারিত পড়ুনঃ চিপের চাহিদা নিম্নমুখী:স্যামসাংয়ের প্রান্তিক মুনাফা ১৪ বছরের সর্বনিম্নে