ইলেকট্রনিক পণ্যের প্রতি আগ্রহ কমেছে ভোক্তাদের। তার প্রভাব পড়েছে অ্যাপলের ব্যবসায়। অ্যাপলের সর্ববৃহৎ সরবরাহক ফক্সকন রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ভোক্তাদের অনাগ্রহের কারণে কম্পিউটার সামগ্রী, স্মার্ট ইলেকট্রনিক পণ্য, ক্লাউড নেটওয়ার্কিং সামগ্রী বিক্রির পরিমাণ কমেছে। ফেব্রুয়ারি মাসে গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬৫ শতাংশ কম আয় করেছে ফক্সকন। তা সত্ত্বেও গত মাসে ১৩০০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে প্রতিষ্ঠানটি। যা ফেব্রুয়ারিতে জন্য ফক্সকনের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। খবর বিবিসি।
বিস্তারিত পড়ুনঃ চাহিদা কমায় ফক্সকনের আয়ে অবনমন