একসময়ে ফিচার ফোনের জন্য তুমুল জনপ্রিয় নকিয়া নতুন দুটি ফিচার ফোন বাজারে এনেছে। নকিয়া ১১০ ও ১০৫ (২০২৩ সংস্করণ) ফোন দুটির ব্যাটারির ক্ষমতা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে আলোচনা। নকিয়ার নতুন ফোন দুটিতে দেওয়া হয়েছে শক্তিশালী ব্যাটারি। ফোনগুলোতে আছে এফএম রেডিও, এমপি থ্রি প্লেয়ার এবং টর্চ লাইটের মতো নিয়মিত কিছু ফিচার।
বিস্তারিত পড়ুনঃ চার্জ দিলেই চালু থাকবে ২২ দিন