কথোপকথন চালানোর সময় বিড়ম্বনায় যাতে পড়তে না হয় সেই ব্যবস্থা করেছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। তাঁরা তৈরি করেছেন চ্যাটজিপিটিযুক্ত চশমা ‘রিজজিপিটি’। সামনে থাকা ব্যক্তিকে কিভাবে উত্তর দেওয়া যায় তা এই চশমাতেই ভেসে উঠবে। দলের নেতৃত্ব প্রদানকারী ব্রিয়ান চিয়াং বলেন, ‘যাঁরা কথা বলতে গিয়ে ঘাবড়ে যান, যোগাযোগ করতে গিয়ে সমস্যায় পড়েন তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে এই প্রযুক্তি কাজে লাগবে।
তবে সমস্যা হলো, এই চশমা পরে ডেটিংয়ে গেলে বা চাকরির সাক্ষাৎকার দিতে গেলে বিপদ হবে কি না তা এখনই বলা যাচ্ছে না। এই চশমার একটি গ্লাসে ক্যামেরা ও মাইক্রোফোন যুক্ত করা আছে। কথা শুনে তা ট্রানস্ক্রাইব করে পাঠানো হয় চ্যাটজিপিটির কাছে। ওয়াই-ফাইয়ে কানেক্টেড থাকলে উত্তর পাওয়া যায় চ্যাটজিপিটির কাছ থেকে।
ডিভাইসটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে। আপাতত এটির বাগ বা ত্রুটি সারানোর চেষ্টা চালানো হচ্ছে।
সূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট