চলন বিল আইসিটির ভবিষ্যৎ হাব হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদের হলরুমে বিভাগীয় বিপিও সামিট-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
পলক বলেন, বঙ্গবন্ধু মাটি ও মানুষের শক্তি নিয়েই সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তিনি ২০০৮ সালে নির্বাচনে বিজয়ী হয়ে ডিজিটাল বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নে, তরুণ প্রজন্মকে সম্পদে পরিণত করতে অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছেন। জননেত্রী শেখ হাসিনা দেশের জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করেছেন।
বিস্তারিত পড়ুনঃ চলন বিল হবে ভবিষ্যৎ আইসিটি হাব: পলক