মানবদেহে ব্রেইন চিপের পরীক্ষা চালানোর বিষয়ে দীর্ঘদিন থেকে কাজ করছে ইলোন মাস্ক মালিকানাধীন নিউরোলিংক। চলতি বছর এ পরীক্ষা সম্পন্নের বিষয়ে আশা প্রকাশ করেছে ব্রেইন চিপ স্টার্টআপটি। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে আয়োজিত ভিভাটেক ইভেন্টে মাস্ক এ কথা জানান। খবর রয়টার্স।
বিস্তারিত পড়ুনঃ চলতি বছর মানবদেহে ব্রেইন চিপ পরীক্ষায় আশাবাদী নিউরোলিংক