ঘুমন্ত নারীর প্রাণ বাঁচাল অ্যাপল ওয়াচ

আবারও ব্যবহারকারীর জীবন বাঁচিয়েছে অ্যাপল ওয়াচ। যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরের বাসিন্দা ২৯ বছর বয়সী তরুণী কিমি ওয়াকিন্স নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎই তাঁর হৃৎস্পন্দনের গতি বেড়ে যায়। বিষয়টি শনাক্ত করে অ্যালার্ম বাজিয়ে তাঁকে জাগিয়ে তোলে অ্যাপল ওয়াচ।কিমি ওয়াকিন্স জানিয়েছেন, সেদিন তিনি শারীরিকভাবে ভালো বোধ করছিলেন না। হালকা মাথাব্যথা, মাথা ঘোরা ও শ্বাসকষ্ট ছিল। তাঁর অনুমান ছিল, কম খাওয়ার জন্য এমনটা হয়েছে। তাই তিনি নিজেকে সুস্থ করার জন্য ঘুমানোর চেষ্টা করেন। প্রায় দেড় ঘণ্টা ঘুমানোর পর হৃৎস্পন্দন দ্রুত হওয়ার সতর্কবার্তা দিতে থাকে অ্যাপল ওয়াচ। তিনি দেখেন, ১০ মিনিটের বেশি সময় ধরে তাঁর হৃৎস্পন্দন বেশি আসছে। এ সময় হৃৎস্পন্দনের গতি ছিল প্রতি মিনিটে ১৭৮। পরে তিনি দ্রুত হাসপাতালে গেলে স্যাডল পালমোনারি এমবোলিজম বা এসপিই ধরা পড়ে।

বিস্তারিত পড়ুনঃ ঘুমন্ত নারীর প্রাণ বাঁচাল অ্যাপল ওয়াচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *