ক্লাউডভিত্তিক টাইপিং অ্যাসিসটেন্ট ‘গ্র্যামারলি’ মূলত ব্যবহারকারীদের শুদ্ধ ভাবে কিছু লিখতে সহায়তা করে। এটি যেকোনো কনটেন্টের বানান, ব্যাকরণ, বিরামচিহ্ন এবং অন্যান্য ভুলগুলো পর্যালোচনা করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের লেখার স্টাইল এবং টোন কাস্টমাইজ করতে পারেন।
এবার গ্র্যামারলিতে মাইক্রোসফটের চ্যাটজিটিপির মতই কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হতে যাচ্ছে। এর সাহায্যে ব্যবহারকারীরা খুব সহজেই নিজের মত কনটেন্ট তৈরি করতে পারবেন।
বিস্তারিত পড়ুনঃ গ্র্যামারলিতেও যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা