ফেসবুকে বন্ধু, পরিবারের সদস্য বা পরিচিত ব্যক্তিদের পাশাপাশি অপরিচিত ব্যক্তিদেরও বন্ধুত্বের অনুরোধ (ফ্রেন্ড রিকোয়েস্ট) পাঠিয়ে থাকেন অনেকে। কিন্তু সম্প্রতি বাংলাদেশ, ফিলিপাইন ও শ্রীলঙ্কার অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, নিজেদের অজান্তেই অপরিচিত ব্যক্তিদের কাছে বন্ধুত্বের অনুরোধ চলে যাচ্ছে। তাঁদের দাবি, ফেসবুকে কোনো ব্যবহারকারীর প্রোফাইল ঘুরে এলেই সেসব অ্যাকাউন্টে গোপনে বন্ধুত্বের অনুরোধ চলে যাচ্ছে। এর ফলে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখিও হয়েছেন অনেকেই। ব্যবহারকারীদের এ অভিযোগ জানার পর দ্রুত বন্ধুত্বের অনুরোধ পাঠানো ত্রুটির সমাধান করেছে ফেসবুক।
বিস্তারিত পড়ুনঃ গোপনে বন্ধুত্বের অনুরোধ পাঠানো ত্রুটি সারাল ফেসবুক