গুগলের অ্যাপস্টোরে তালিকাভুক্ত ও বেশ কয়েক হাজারবার ডাউনলোড করা জনপ্রিয় এক ‘স্ক্রিন রেকর্ডিং’ অ্যাপ কিছু বাড়তি কাজও করছে। সেই কাজ হচ্ছে গোপনে ব্যবহারকারীদের ওপর নজরদারির।
বিষয়টি উদঘাটক করেছে এক সাইবার নিরাপত্তা কোম্পানি। এই নজরদারি কার্যক্রমের মধ্যে রয়েছে ব্যবহারকারীর ফোন থেকে বিভিন্ন মাইক্রোফোন রেকর্ডিং ও অন্যান্য নথি চুরির মতো বিষয়।
সাইবার নিরাপত্তা কোম্পানি ‘ইসেট’ গবেষণায় দেখেছে, ‘আইরেকর্ডার — স্ক্রিন রেকর্ডার’ নামে পরিচিত অ্যাপটি গুগল প্লে’তে তালিকাভুক্ত হওয়ার পর প্রায় এক বছর পর নিজেদের আপডেটে একটি ‘ক্ষতিকারক কোড’ যুক্ত করেছে।
বিস্তারিত পড়ুনঃ গোপনে নজরদারি চালাচ্ছিল গুগল প্লে’র জনপ্রিয় অ্যাপ