ভারতীয় গ্যাজেট নির্মাতা সংস্থা মিভি বেশ জনপ্রিয়তা লাভ করেছে অল্প দিনেই। এবার মিভি নিয়ে এলো একাটি গেমিং ইয়ারবাড। ট্রু ওয়্যারলেস কমান্ডো এক্স৯ নামের ইয়ারবাডটি সংস্থার প্রথম গেমিং ইয়ারবাড। এটি কমান্ডো সিরিজের প্রথম ডিভাইস। যারা গেম খেলার সময় হেডফোন বা ইয়ারবাড ব্যবহার করেন, তাদের জন্য় এই ইয়ারবাডটি সেরা হতে পারে।
বিস্তারিত পড়ুনঃ গেমারদের জন্য ইয়ারবাড আনলো মিভি