বিনোদন শিল্পে প্রভাবশালী হওয়ার লক্ষ্যে গত দুই বছরে বিশ্বের বিভিন্ন গেইমিং কোম্পানির মালিকানার অংশ কেনার পেছনে আটশ কোটি ডলারের বেশি খরচ করেছে সৌদি আরব।
এইসব চুক্তির কেন্দ্রে ছিল সৌদি সমর্থিত গেইমিং কোম্পানি ‘স্যাভি গেইমস’। এর মধ্যে রয়েছে চীনের ভার্চুয়াল ইস্পোর্টস প্রকল্প ‘ভিএসপিও’, সুইডেনভিত্তিক ‘এমব্রেসার গ্রুপ’-এ বড় অংশীদারিত্ব ও মার্কিন কোম্পানি ‘স্কোপলি’ অধিগ্রহণ। আর এভাবেই রিয়াদ তার পেট্রোডলার নানা সেক্টরে কাজে লাগাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্রিটিশ সংবাদপত্র ‘ফাইনান্সিয়াল টাইমস’।
বিস্তারিত পড়ুনঃ গেইম সেক্টরে নজর সৌদির, বাজেট শত শত কোটি ডলার