অনেক-তরুণ তরুণী এখনও ‘সৌখিনভাবে’ মাইনক্রাফট গেইম খেলে থাকেন। তবে, গেইমটির প্রতি নিজের ভালোবাসাকে কাজে লাগিয়ে গৃহহীন মায়ের জন্য বাড়ি কেনার পর্যায়ে পৌঁছে গেছেন ইউক্রেইনীয় এক স্কুলছাত্র।
নিজের বেডরুম থেকে চালানো সার্ভার বিক্রির পর ‘বিশাল’ অর্থ উপার্জন করেছেন যুক্তরাজ্যের ‘লোমন্ড স্কুলের’ ছাত্র ম্যাকসিম গ্যাভরিলেঙ্কো। এর মাধ্যমে নিজ বন্ধুদের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি একসঙ্গে গেইম খেলার সুবিধা পান গোটা বিশ্বের গেইমাররা।
বিস্তারিত পড়ুনঃ গেইম সার্ভার বেচে মায়ের জন্য বাড়ি কিনবে ইউক্রেইনীয় স্কুলছাত্র