গুগল সার্চ ইঞ্জিনে খুব দ্রুতই আসছে চ্যাটজিপিটির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এনএবেলড সিস্টেম। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই এ তথ্য নিশ্চিত করেছেন।
গুগল এরই মধ্যে মাইক্রোসফটের চ্যাটজিপিটি থেকে অনুপ্রাণিত হয়ে বাজারে এনেছে নতুন অ্যাপ্লিকেশন বার্ডস এআই।এটি চ্যাটজিপিটির মতো ট্র্যাকশন অর্জন করতে পারেনি। অন্য দুটি এআই মডেলের তুলনায় এটিকে কম নির্ভরযোগ্য বলেও অভিহিত করা হয়েছে। তবে গুগল তার এআই অ্যাপ্লিকেশনগুলো আরও নির্ভুল এবং প্রতিক্রিয়াশীল করার জন্য ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকেও আপগ্রেড করার জন্য কাজ করছে।
বিস্তারিত পড়ুনঃ গুগল সার্চে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে