ফিচার ফোনের সেই জনপ্রিয় স্নেক গেমের কথা মনে আছে নিশ্চয়ই। নব্বই দশকের পর যারা ফিচার ফোন ব্যবহার করতেন তারা এই গেমের কথা হয়তো ভুলতে পারেননি আজও। স্মার্টফোনের নানান ধরনের গেমের মধ্যেও খুঁজে ফেরেন স্নেক গেম। এখনো এই গেম দেখলে নস্টালজিয়া হয়ে যান অনেকে।
তবে এখন আর স্নেক গেম স্মৃতি নয়, আপনার স্মার্টফোনেই খেলতে পারবেন এই গেম। গুগল ম্যাপ থেকেও স্নেক গেমস খেলতে পারেন ব্যবহারকারীরা। অ্যান্ড্রয়েড, আইওএস এবং ডেস্কটপ ভার্সনের গুগল ম্যাপস থেকে এই গেমটি সরাসরি খেলা যাবে। যে কোনো জায়গা থেকেই গেমটি আপনি খেলতে পারবেন।
বিস্তারিত পড়ুন: গুগল ম্যাপে খেলা যাবে স্নেক গেম