গুগল ম্যাপসে দুটি জায়গার মধ্যকার দূরত্ব জানবেন যেভাবে

গুগল ম্যাপস কাজে লাগিয়ে গন্তব্যের দিকনির্দেশনা দেখার পাশাপাশি দুটি জায়গার মধ্যকার দূরত্বও জানা যায়। ফলে গন্তব্যে যাওয়ার আগে নির্দিষ্ট স্থান বা শহরের দূরত্ব সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব। গুগল ম্যাপসে দুটি জায়গার মধ্যকার দূরত্ব জানার পদ্ধতি দেখে নেওয়া যাক—

দুটি জায়গার মধ্যকার দূরত্ব জানার জন্য প্রথমে ফোনে গুগল ম্যাপস চালু করে যে স্থান থেকে দূরত্ব গণনা করতে চান, সেটি ট্যাপ করে লোকেশন পিন যুক্ত করতে হবে। এরপর নিচে থাকা মেনুবারটি ওপরের দিকে সোয়াইপ করে মেজার ডিসটেনস অপশন নির্বাচন করতে হবে। এবার পরবর্তী গন্তব্যের স্থানটি টার্গেট সিম্বলের মাধ্যমে লোকেশন পয়েন্ট হিসেবে নির্বাচন করলেই দুটি জায়গা দূরত্ব নিচে দেখা যাবে। একই পদ্ধতি কাজে লাগিয়ে চাইলে একসঙ্গে একাধিক জায়গার দূরত্বও জানা যাবে। গুগল ম্যাপসে আগের অবস্থায় ফিরে আসার জন্য ওপরে থাকা আনডু বাটনে ট্যাপ করতে হবে। শুধু তা–ই নয়, ওপরের ডানদিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে ক্লিয়ার অপশন নির্বাচন করলেই দূরত্ব খোঁজার সব তথ্য মুছে যাবে।

বিস্তারিত পড়ুনঃ গুগল ম্যাপসে দুটি জায়গার মধ্যকার দূরত্ব জানবেন যেভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *