গত মাসে ‘সেন্ড ফটোজ ফাস্টার’ নামে নতুন একটি সুবিধা চালু করে গুগল মেসেজেস। ফলে ছবি আগের চেয়ে আরও দ্রুত পাঠানো যায় এই মাধ্যমে। এবার নতুন এই সুবিধা সবার জন্য উন্মুক্ত করেছে গুগল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকনাওয়ের প্রতিবেদন অনুযায়ী, গুগল মেসেজেস অ্যাপের সেটিংসে ‘সেন্ড ফটোজ ফাস্টার’ সুবিধাটি পাওয়া যাবে। তবে দ্রুত পাঠানোর কারণে ছবির রেজ্যুলেশন কমে যাবে।
বিস্তারিত পড়ুনঃ গুগল মেসেজেস-এ আরও দ্রুত পাঠানো যাবে ছবি