আমরা অনেকেই নিয়মিত ভিডিও কল বা ভিডিও চ্যাট করে থাকি। ক্যামেরা এবং মাইক্রোফোন বন্ধের সুযোগ থাকলেও দীর্ঘ সময় ধরে চলা অনলাইন বৈঠকের সময় অন্য কাজ আর করা হয়ে ওঠে না। সমস্যা সমাধানে বেশ কিছুদিন আগে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা চালু করেছে গুগলের ভিডিও কনফারেন্সিং সুবিধা গুগল মিট। এ সুবিধা কাজে লাগিয়ে ভিডিও কল চলার সময় পর্দার এক পাশে ছোট আকারে ভিডিও কলের ছবি দেখা যায়। ফলে ব্যবহারকারীরা কম্পিউটার বা ফোনে অন্য কাজ করতে পারেন। এবার ভিডিও কল চালু থাকা অবস্থায় ব্যবহারকারীদের একাধিক কাজ করার সুযোগ দিতে গুগল মিটের ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা হালনাগাদ করেছে গুগল।
বিস্তারিত পড়ুনঃ গুগল মিটে ‘পিকচার-ইন-পিকচার’ সুবিধা হালনাগাদ করল গুগল