দেশে ফিরল ব্যাটেল গ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেম (BGMI Return)। গত সপ্তাহে এই তথ্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে গেমের নির্মাতা Krafton। এদিন এক রিপোর্ট থেকে জানা গিয়েছে, গেমটি গুগল প্লে স্টোরেও চলে এসেছে। যদিও অনেক ইউজার প্লে স্টোরে বিজিএমআই গেমের কোনও হদিশ পায়নি।
বিস্তারিত পড়ুনঃ গুগল প্লে স্টোরে ফিরল বিজিএমআই, 18-র নিচে বয়সীদের জন্য বিশেষ নিয়ম