স্মার্টফোনের স্টোরেজ খুবই কম থাকে। ফলে প্রয়োজনমতো ছবি, ফাইল রাখা যায় না। অল্প কিছু ডাটা রাখার পরই স্টোরেজ ফুল দেখায়। এর সমাধান পাওয়া যায় গুগল ড্রাইভে। গুগলের এই স্টোরেজে জমা রাখতে পারবেন আপনার প্রয়োজনীয় ফাইল, ছবি।
গুগল ব্যবহারকারীদের বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ দেয়। সেটি শেষ হয়ে গেলে স্টোরেজ কিনতে হয়। তা বেশ খরচসাপেক্ষ। তাই খুব প্রয়োজন না হলে সেটা কেউ কিনতে চান না। সেজন্য নিয়মিত আপনার গুগল ড্রাইভের স্টোরেজ খালি করুন। তাতে নতুন করে স্টোরেজ কিনতে হবে না আপনাকে।
বিস্তারিত পড়ুনঃ গুগল ড্রাইভের স্টোরেজ খালি করার ৪ উপায়