এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া সুপারকম্পিউটার নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেছে গুগল। তাদের সুপারকম্পিউটার যেমন দ্রুতগতির তেমনি শক্তিশালী। গুগল তাদের চতুর্থ প্রজন্মের নিজস্ব চিপ টেনসর প্রসেসিং ইউনিট বা টিপিইউ ডিজাইন করেছে। মঙ্গলবার প্রকাশিত এক জার্নালে সায়েন্টিফিক গবেষণাপত্রে তারা জানায়, চিপটি এনভিডিয়ার এ১০০ চিপের চেয়ে ১.৭ গুণ দ্রুতগতির এবং ১.৯ গুণ বেশি শক্তিশালী।
বিস্তারিত পড়ুনঃ গুগল জানাল তাদের সুপারকম্পিউটারই সেরা