অদূর ভবিষতে আরও বেশি অস্থিরতা দেখা যেতে পারে টুইটারে। গুগলের সঙ্গে এক চুক্তির নবায়নের আগেই বেঁকে বসেছে প্ল্যাটফর্মটি।
গুগলের ক্লাউড সার্ভারে টুইটারের কয়েকটি সেবা উপস্থাপনের উদ্দেশ্যে ২০১৮ সালে কোম্পানি দুটির মধ্যে একশ কোটি ডলারের চুক্তি স্বাক্ষরিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে সংবাদ সাইট প্ল্যাটফর্মার।
সেই চুক্তির মেয়াদ শেষে নবায়নের তারিখ ৩০ জুন। আর এই সময়ে এসে টুইটার বলছে গুগলের প্ল্যাটফর্ম তারা আর ব্যবহারও করবে না, নতুন করে তাদেরকে নবায়নের অর্থও পরিশোধ করা হবে না।
বিস্তারিত পড়ুনঃ গুগল ক্লাউড চুক্তি নবায়নে ‘না’ টুইটারের, সেবা বিঘ্নের শঙ্কা