গুগল ও মেটার সাবেক কর্মীরা এখন ওপেন এআইয়ে

এআই চ্যাটবট চ্যাটজিপিটি তৈরিতে ওপেন এআইয়ে কাজ করেছেন গুগল ও মেটার সাবেক কর্মীরা। লিড জিনিয়াস (সফটওয়্যার সার্ভিস কম্পানি), পাংকস অ্যান্ড পিনস্ট্রিপের (নির্বাহীদের সংগঠন) তথ্য অনুযায়ী, গুগলের মূল কম্পানি আলফাবেট ও এআই রিসার্চ ল্যাব থেকে দুই শতাধিক কর্মী নিয়েছে ওপেন এআই। গুগল থেকে ৫৯ কর্মী এবং মেটা থেকে ৩৪ কর্মী নিয়েছে তারা।

বিস্তারিত পড়ুনঃগুগল ও মেটার সাবেক কর্মীরা এখন ওপেন এআইয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *