গাড়ি বা বিমান নয়, গাড়ির নম্বর প্লেটের দামই দেড় শ কোটি টাকা। দুবাইয়ে ‘P7’ গাড়ির নম্বর প্লেটের দাম উঠল ৫৫ মিলিয়ন দিরহাম। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় দেড় শ কোটি টাকারও বেশি। ইতিমধ্যেই গিনেস বুকে নাম উঠেছে এই নম্বর প্লেটের।
রমজানের সময় মানুষকে খাওয়ানোর জন্য শুরু হয়েছিল এই নিলম। মানবতার স্বার্থে দুবাইয়ের ‘মোস্ট নোবেল নম্বর’ নিলামে তোলা হয়েছিল বেশকিছু গাড়ির নম্বর প্লেট। যার মাঝে সবাইকে পিছনে ফেলে ৫৫ মিলিয়ন দিরহাম দর ওঠে P7 নম্বরের।
বিস্তারিত পড়ুনঃ গাড়ির নম্বর প্লেটের দামই দেড় শ কোটি টাকা!