ওপেনআইয়ের প্ল্যাটফর্ম চ্যাটজিপিটি প্রযুক্তি দুনিয়ায় আশীর্বাদস্বরূপ। চ্যাটজিপিটি দিয়ে সিভি বানানো, ভার্সিটির রিপোর্ট বা প্রেজেন্টেশন তৈরি করা কিংবা গল্প, কবিতা লেখা সবকিছুই করতে পারেন। এবার গাড়িতে যুক্ত হচ্ছে চ্যাটজিপিটি। ফলে ভয়েস কমান্ডেই চালাতে পারবেন গাড়ি।
বর্তমানে বাজারের অনেক গ্যাজেটে চ্যাটজিপিটি সাপোর্ট পাওয়া যায়। এমনকি ওয়েবে তো চ্যাটজিপিটি ব্যবহার করা যাচ্ছে অনেকদিন আগে থেকেই। এমনকি এই ফিচার কিছু ফোনেও ব্যবহার করা যাচ্ছে। স্মার্ট টিভি থেকে শুরু করে টিভি স্টুডিওতে এআই ব্যবহার হচ্ছে। এখন এই ফিচার পাবেন গাড়িতেও।
বিস্তারিত পড়ুনঃ গাড়িতে যুক্ত হচ্ছে চ্যাটজিপিটি, চলবে ভয়েস কমান্ডে