বেশ কয়েক বছর ধরেই অটোমোবাইলশিল্পে নানা কারণে আলোচনায় রয়েছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। বৈদ্যুতিক গাড়ি নির্মাণে টেসলাকে অন্য গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোও অনুসরণ করে। দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে রাজত্ব করলেও এবার টেসলাকে বড় ধরনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ক্রোয়েশিয়ান বৈদ্যুতিক স্পোর্টস গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রিম্যাক অটোমোবিলি। প্রতিষ্ঠানটির তৈরি নেভেরা বৈদ্যুতিক স্পোর্টস গাড়ি সম্প্রতি বিদ্যুৎ–চালিত গাড়ির মধ্যে সবচেয়ে দ্রুতগতির গাড়ির খেতাব পেয়েছে।
বিস্তারিত পড়ুনঃ গতিতে ইলন মাস্কের টেসলা গাড়িকে পেছনে ফেলল নেভেরা