লন্ডনভিত্তিক স্টার্টআপ প্রসপার রোবটিকস ঘরের কাজকর্ম করে দেওয়ার জন্য একটি রোবট তৈরি করছে। ঘরের মানুষ বাইরের কাজে গেলে ঘরদোর পরিষ্কার করবে রোবটটি। ঘরের ভেতরে রোবটটি কী করছে তা ফোন থেকেই দেখতে পাবে ব্যবহারকারীরা। রোবটটি চাকা দিয়ে চলবে, কাজ করবে দুই হাতে।
ভবিষ্যতে এই রোবট বাজারে আনা হলে এর দাম হবে ছয় হাজার থেকে ১২ হাজার ডলারের মধ্যে।
সূত্র : ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং