খাদ্য নিয়ে ক্ষতিকর পরামর্শ, ‘চাকরি গেল’ এআই চ্যাটবটের

খাদ্যে অনীহা বা ইটিং ডিসঅর্ডার বর্তমান পৃথিবীতে পরিচিত এক সংকটের নাম। এ ধরনের সমস্যায় পরামর্শের জন্য বানানো কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর চ্যাটবট ‘টেসা’কে সরিয়ে দিয়েছে আমেরিকার ন্যাশনাল ইটিং ডিসঅর্ডার অ্যাসোসিয়েশন (নেডা)।

অভিযোগ, এ সমস্যায় আক্রান্তদের ক্ষতিকর পরামর্শ দিয়েছে এই চ্যাটবট।

অধিকারকর্মী শ্যারন ম্যাক্সওয়েল তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, তাকে “স্বাস্থ্যকর আহারের উপদেশ” দিয়েছে চ্যাটবট টেসা এবং বুদ্ধিও বাতলে দিয়েছে কীভাবে ওজন কমানো যায়। যেখানে প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি ছিলো পাঁচশো থেকে হাজার কিলো ক্যালোরি পর্যন্ত।

বিস্তারিত পড়ুনঃ খাদ্য নিয়ে ক্ষতিকর পরামর্শ, ‘চাকরি গেল’ এআই চ্যাটবটের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *