৫ থেকে ১৪ বছরের প্রায় অর্ধশত শিশু। বেশির ভাগ শিশু চাকমা ও মারমা সম্প্রদায়ের। কেউ কেউ বসে আছে কম্পিউটারের সামনে। ছোট ছোট হাতের আঙুলগুলো খেলা করছে কম্পিউটার কি–বোর্ডে। আবার কেউ শ্রেণিকক্ষে বসে ইংরেজি শেখার ক্লাস করছে। ১১ এপ্রিল এমন দৃশ্য দেখা গেল খাগড়াছড়ির তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণকেন্দ্র এডুলাইফ আইটি ইনস্টিটিউটে।
বিস্তারিত পড়ুন: খাগড়াছড়িতে শিশুদের প্রোগ্রামিং শেখাতে আমিরের উদ্যোগ