কয়েক মাস আগে ক্লাউড ব্যবসাকে ছয়টি ভাগে বিভক্ত করার কথা জানিয়েছিল আলিবাবা। তবে শিগগিরই এ খাত থেকে ব্যবসা গুটিয়ে নেবে চীনের বহুজাতিক প্রযুক্তি কোম্পানি আলিবাবা। সম্প্রতি এক ঘোষণায় এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর টেকরাডার।
চীনের ই-কমার্স জায়ান্টটির ক্লাউড ইন্টেলিজেন্ট গ্রুপটি এক বছরের মধ্যে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ে (আইপিও) যাবে। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান সাধারণ জনগণের কাছে এর সম্পদ বিক্রি করে পাবলিক কোম্পানিতে পরিণত হয়। এরপর শপিং প্লাটফর্ম ফ্রেশিপো ও লজিস্টিকস ফার্ম সাইনিয়াওর জন্যও আইপিও পরিকল্পনা করা হয়েছে।
বিস্তারিত পড়ুনঃ ক্লাউড ব্যবসা থেকে সরে আসছে আলিবাবা