কম্পিউটারে ক্রোমের পাসওয়ার্ড ম্যানেজারে এবার বায়োমেট্রিক বা আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধা যোগ করতে যাচ্ছে গুগল। আগে সুবিধাটি শুধু স্মার্টফোনের জন্যই ছিল। যার মাধ্যমে ক্রোম স্বয়ংক্রিয়ভাবে পাসওয়ার্ডের স্থান পূরণের আগে আঙুলের ছাপ বা মুখাবয়ব দিয়ে পরিচয় যাচাই করা যেত।এ সুবিধা ব্যবহারের ক্ষেত্রে অবশ্য এমন কম্পিউটার বা ম্যাকবুকে আঙুলের ছাপ ও মুখাবয়ব শনাক্তকরণ সুবিধা সমর্থনযোগ্য হতে হবে। সাধারণত অন্যের সঙ্গে ব্যক্তিগত কম্পিউটার ভাগাভাগি বা শেয়ার করলে অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখার জন্য এ সুবিধা উপযোগী। শিগগিরই সুবিধাটি কম্পিউটারে যুক্ত হবে।
বিস্তারিত পড়ুনঃ ক্রোমের পাসওয়ার্ড ম্যানেজারে আরও সুবিধা যোগ করছে গুগল