ক্রীড়াবিদদের খাদ্যাভ্যাসে প্রভাব ফেলছে সামাজিক মাধ্যম

সামাজিক যোগাযোগমাধ্যম এখন নিত্যদিনের অংশ। সমাজের প্রভাবশালীদের জন্য এসব মাধ্যম আরো বেশি প্রভাবক। তবে বর্তমানে এর নেতিবাচক দিক দিন দিন বাড়ছে। সম্প্রতি ডা. ক্যাথরিন ভিডলক ও ক্যাথরিন লিগেট এক গবেষণা পরিচালনা করেছেন। যেখানে দেখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম নারী ক্রীড়াবিদদের খাদ্যাভ্যাসে বিরূপ প্রভাব ফেলছে। খবর টেকটাইমস।

স্প্রিং ফরোয়ার্ড: ব্যালান্সড ইটিং, এক্সারসাইজ অ্যান্ড বডি ইমেজ ইন স্পোর্টস ফর ফিমেল অ্যাথলিটস নামক বইয়ে এ বিষয়টি উঠে এসেছে। সেখানে বলা হয়, বর্তমানে সব ধরনের খেলায় খাদ্যাভ্যাসের সমস্যা ও শারীরিক গঠন নিয়ে নেতিবাচকতা ব্যাপক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে হাই স্কুলে এ সমস্যা বেশি, কিন্তু অধিকাংশই আড়ালে থাকে।

বিস্তারিত পড়ুনঃ ক্রীড়াবিদদের খাদ্যাভ্যাসে প্রভাব ফেলছে সামাজিক মাধ্যম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *