ফেইসবুক ও ইনস্টাগ্রামে শেয়ার করা সংবাদ কনটেন্টের জন্য প্ল্যাটফর্মগুলোকে ফি দিতে হবে এমন নতুন আইন আনতে পারে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। আর তেমনটা হলে প্ল্যাটফর্ম দুটি থেকে সব ধরনের সংবাদ সরিয়ে ফেলার হুমকি দিয়েছে সামাজিক মাধ্যমদুটির মালিক কোম্পানি মেটা।
মেটার জনসংযোগ বিভাগের পরিচালক অ্যান্ডি স্টোন এক টুইটবার্তায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের প্রস্তাবিত ‘সাংবাদিকতা সংরক্ষণ আইন’কে বলেছেন “ক্যালিফর্নিয়ার প্রকাশকদের নাম ভাঙিয়ে অঙ্গরাজ্যের বাইরের বড় মিডিয়া কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়ার জন্য রাখা থোক বরাদ্দ।”
বিস্তারিত পড়ুনঃ ক্যালিফোর্নিয়ায় নতুন বিল: সংবাদ কনটেন্ট বর্জনের হুমকি মেটার