ডিএসএলআর ও মিররলেস ক্যামেরার মাঝে মূল পার্থক্য হলো ডিএসএলআর ক্যামেরাতে সেন্সরের সামনে একটি মিরর বা আয়না থাকে। লেন্সের মাধ্যমে যখন সামনে থাকা বস্তু থেকে আলো ক্যামেরাতে থাকা আয়নাতে এসে পড়ে তখন আয়না একটি প্রিজম এর মাধ্যমে আলোকরশ্মি গুলো ক্যামেরার ভিউ ফাইন্ডারে পাঠিয়ে দেয়। আয়নার সেই প্রতিবিম্ব আমরা ভিউ ফাইন্ডারে দেখি।
ছবি তোলার জন্য ক্লিক করার পর আয়নাটি সরে যায় এবং আলো সেন্সরের ওপর এসে পড়ে ও ছবি তোলা হয়। মিররলেস ক্যামেরাগুলোতে এই আয়নাটি থাকে না। ফলে আলো সরাসরি সেন্সরে এসে পরে এবং সেন্সর সরসরি ছবি ভিউ ফাইন্ডারে পাঠায় যা দেখে আমরা ছবি তুলি।
বিস্তারিত পড়ুন: ক্যামেরা ভালো কোনটি – ডিএসএলআর নাকি মিররলেস?