যশোর সদর উপজেলার ইছালি ইউনিয়নের ইছালি মোড়, গ্রামবাসী এই জায়গার নাম দিয়েছেন ‘সেলফির মোড়’। এই মোড়ের রাস্তার দুই ধারে সারি সারি গাছ, ঝকঝকে পাকা রাস্তায় পড়ে বৃক্ষরাজির ছায়া। সব সময় সেখানে শীতল বাতাস বয়ে যায়। দূরদূরান্ত থেকে মানুষের ভিড় হয় এখানে। রাস্তার মোড়ে দাঁড়িয়ে তোলা হয় সেলফি। আগে এই মোড়ে একটি দোকান থাকলেও এখন সাত থেকে আটটি দোকান রয়েছে। সেলফি তোলার সঙ্গে সঙ্গে সেখানে সময় কাটাচ্ছেন ঘুরতে আসা মানুষেরা। দোকানগুলোতে বিক্রি হচ্ছে চটপটি, ফুচকা, পেঁয়াজু, ছোলা, মুড়ি ইত্যাদি।
বিস্তারিত পড়ুনঃকোথায় এই সেলফির মোড়