টুইটারের পরবর্তী প্রধান নির্বাহী (সিইও) কে হবেন এই নিয়ে চলছে নানা আলোচনা। ইলন মাস্কের ভাষায়, কে সেই বোকা যে এই কাজ করবে? যদিও তিনি জানিয়েছেন তিনিই নির্বাচন করবেন কে হবে টুইটারের পরবর্তী সিইও।
বিশেষজ্ঞরা মনে করছেন, মাস্ক এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অনুসন্ধান করেননি। তারা মাস্কের মিথ্যা বলা নিয়েও প্রশ্ন তুলেছেন।
বিস্তারিত পড়ুন: কে হবেন টুইটারের পরবর্তী সিইও?