কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে সহজেই বিভিন্ন বিষয়ের ছবি বা ভিডিও তৈরি করা যায়। কিন্তু এর মাধ্যমে ভুয়া ছবি বা ভিডিও তৈরি করছেন অনেকেই। আর তাই বিষয়টি দুশ্চিন্তার কারণ হয়ে দেখা দিয়েছে প্রযুক্তি দুনিয়ায়। খুদে ব্লগ লেখার সাইট টুইটারেও এ ধরনের ছবি বা ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ছে। সমস্যা সমাধানে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি বা ভিডিও শনাক্ত করতে নিজেদের ‘ফ্যাক্ট চেকিং’ পদ্ধতি হালনাগাদ করেছে টুইটার। নতুন এ উদ্যোগের আওতায় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি বা ভিডিও পোস্ট করলেই তা শনাক্ত করে অন্যদের জানিয়ে দেবে টুইটার। ফলে অন্য ব্যবহারকারী জানতে পারবেন নির্দিষ্ট ছবি বা ভিডিওর বিষয়বস্তু কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে।
বিস্তারিত পড়ুনঃ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি ও ভিডিও শনাক্ত করবে টুইটার