কৃত্রিম বুদ্ধিমত্তা কি থামাতে হবে, না থামালে কী হবে

মিসরীয় উদ্যোক্তা ও লেখক মো গোড্যাট  গুগলের আধা গোপন গবেষণা ও উন্নয়ন প্রতিষ্ঠান গুগল এক্সের প্রধান ব্যবসা কর্মকর্তা (সিবিও) ছিলেন। তিনি ‘সলভ ফর হ্যাপি’ ও ‘স্ক্যারি স্মার্ট’ বই দুটির লেখক। মো গোড্যাটকে ‘সুখবিশেষজ্ঞ (হ্যাপিনেস এক্সপার্ট)’ হিসেবেও গণ্য করা হয়।

সম্প্রতি এক পডকাস্টে গোড্যাটের দীর্ঘ একটি সাক্ষাৎকার নেন মার্কিন উদ্যোক্তা স্টিভেন বার্টলেট। এ সাক্ষাৎকারে এই সময়ের আলোচিত বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে চলমান গবেষণা ও ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে কথা বলেছেন মো গোড্যাট ও স্টিভেন বার্টলেট। পডকাস্টে তাঁদের আলোচনার চুম্বক অংশ থাকছে এ প্রতিবেদনে।

বিস্তারিত পড়ুনঃ কৃত্রিম বুদ্ধিমত্তা কি থামাতে হবে, না থামালে কী হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *