তুলনামূলক ক্ষমতাধর এক প্রসেসরের মাধ্যমে নতুন ‘এম৩’ চিপসেট পরীক্ষা করছে অ্যাপল। এমনই তথ্য দিয়েছেন নির্ভরযোগ্য এক অ্যাপল বিশ্লেষক।
মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গারম্যানের তথ্য অনুসারে, ১২ কোরের প্রসেসর ও ১৮ কোরের জিপিইউ’সহ সম্ভাব্য এই চিপসেটের পরীক্ষা চালাচ্ছে অ্যাপল।
নিজের সর্বশেষ ‘পাওয়ার অন’ নামে পরিচিত নিবন্ধে গারম্যান দাবি করেন, তার এক সূত্রের পাঠানো অ্যাপলের ‘অ্যাপ স্টোর ডেভেলপার লগ’-এ দেখা যাচ্ছে, ম্যাকওএস ১৪’সহ এক অঘোষিত ম্যাকবুক প্রো ডিভাইসে এই চিপ চলছে।
বিস্তারিত পড়ুনঃ কী থাকছে অ্যাপলের নতুন ল্যাপটপে, আভাস মিলল হঠাৎ করেই