কারিগরি শিক্ষার প্রসার ও উল্লেখযোগ্য দিক তুলে ধরতে দেশব্যাপী পরিচালিত ‘কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’ প্রচারণা কার্যক্রম শেষ হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) স্কিলস-২১ প্রকল্পের সহযোগিতায় দেশের বিভিন্ন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করে কারিগরি শিক্ষা অধিদপ্তর। সম্প্রতি রাজধানী ঢাকার একটি হোটেলে এ প্রচারণা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)।
বিস্তারিত পড়ুনঃ ‘কারিগরি দক্ষতায় সমৃদ্ধি’ প্রচারণা কার্যক্রম শেষ হলো