স্মার্ট ইকোনমি গড়ার অন্যতম শর্ত কাগুজবিহীন আর্থিক লেনদেন। অর্থাৎ ক্যাশলেস সোসাইটি। তবে সমাজের সব স্তরে একেবারে ক্যাশলেস করা যাবে কি না তা সুনির্দিষ্ট করে বলা কঠিন। পুরোপুরি ক্যাশলেস করা সম্ভবও না। হিসাব বলছে, ডিজিটাল লেনদেন আগের তুলনায় বহুগুণ বেড়েছে। আর তার গতি সম্ভাবনার ইঙ্গিত করে। তাই এখন সঠিক নীতিমালার প্রয়োজন।
বিস্তারিত পড়ুনঃ কাগজবিহীন লেনদেন গড়বে স্মার্ট অর্থনীতি