বেশ কয়েক মাস ধরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মী ছাটাই করে চলেছে গুগল। বিতাড়িত কর্মীরা সেই নিয়ে সমাজমাধ্যমে লেখালিখিও শুরু করেছেন। কর্মীদের পর এবার রোবটদেরও তাদের কাজ থেকে সরিয়ে দিচ্ছে গুগল। আসলে ‘অ্যালফাবেট’ তার অধীনস্থ সমস্ত পরীক্ষামূলক রোবটিক প্রকল্পগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। গুগলের মতো বড় সংস্থা আদতে অ্যালফাবেটের অধীনেই রয়েছে। এই রোবটগুলি মূলত অ্যালফাবেট সংস্থার ক্যাফেটেরিয়াগুলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্বে ছিল। আর্থিক মন্দার বাজারে সংস্থার বাড়তি খরচ কমানোর জন্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।
বিস্তারিত পড়ুনঃ কর্মী ছাঁটাইয়ের পর এ বার রোবট ছাঁটাইয়ের পথে গুগল! কেন এমন সিদ্ধান্ত?