মোটরসাইকেলে একের পর এক ফিচার নিয়ে আসছে নির্মাতাপ্রতিষ্ঠানগুলো। এর মধ্যে অন্যতম ব্লুটুথ কানেকশন। এর মাধ্যমে অ্যাপের সঙ্গে স্মার্টফোন যুক্ত করা যায়, যা বাইক ব্যবহারে বাড়তি সুবিধা দেয়। অপরিচিত এলাকায় ভ্রমণের ক্ষেত্রে এটি কাজে লাগে। এছাড়া এই ফিচার ব্যবহার করে কল এলার্ট, এসএমএস, স্পিড এলার্ট, লোকেশন, টার্ন বাই টার্ন ন্যাভিগেশন এমনকি হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনও দেখা যায়।
বিস্তারিত পড়ুনঃ কম দামে ব্লুটুথ ফিচার্সসহ সেরা ৫ বাইক