অ্যাপলের সবচেয়ে বড় সরবরাহক ফক্সকন বলছে, ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা স্বল্পতায় তাদের আয়ও কমে গিয়েছে।
২০২২ সালের একই সময়ের সঙ্গে তুলনায় গত মাসে ফক্সকনের বিক্রি কমেছে ১১ দশমিক ছয় পাঁচ শতাংশ। এর মধ্যে ফেব্রুয়ারিতে কোম্পানি আয় করেছে এক হাজার তিনশ ডলারের বেশি। মাসের হিসাবে, কোম্পানির ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ।
বিস্তারিত পড়ুনঃ কম চাহিদার ধাক্কা লাগল আইফোন নির্মাতা ফক্সকনের আয়ে