‘নিয়ারবাই’ সুবিধা কাজে লাগিয়ে তারের সংযোগ ছাড়াই কম্পিউটার থেকে অ্যান্ড্রয়েড–চালিত স্মার্টফোনে সহজে ফাইল আদান-প্রদান করা যায়। ছবি ও ফাইল পাঠানোর এ সুবিধা কাজে লাগিয়ে চাইলে কম্পিউটার থেকে ফোনে সংক্ষিপ্ত লেখা বা লিংকও পাঠানো সম্ভব। কম্পিউটার থেকে ফোনে লেখা বা লিংক পাঠানোর পদ্ধতি দেখে নেওয়া যাক—
বিস্তারিত পড়ুনঃ কম্পিউটার থেকে ফোনে লেখা বা লিংক পাঠাবেন যেভাবে