কম্পিউটার ব্যবহারকারীরা শাটডাউন শব্দটির সঙ্গে পরিচিত। কারণ, ব্যবহার শেষে শাটডাউনের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয়। তবে এর সঙ্গে আরও দুইটি গুরুত্বপূর্ণ ফাংশন রয়েছে যা অনেকেই শুনেছেন। সেগুলো হলো— স্লিপ ও হাইবারনেট। তবে এগুলোর কাজ কী এবং কখন ব্যবহার করতে হয় তা জানেন না অনেকেই।
অনেক সময় কম্পিউটার বন্ধ না করে চালু রাখার প্রয়োজন হয়। সেক্ষেত্রে মূলত এই ফাংশনগুলো ব্যবহার করা হয়। চলুন জেনে নিই শাটডাউন, হাইবারনেট ও স্লিপ মোড কী এবং কখন ব্যবহার করে।
বিস্তারিত পড়ুনঃ কম্পিউটারে শাটডাউন, স্লিপ ও হাইবারনেট মোড কখন ব্যবহার করে?